মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

Digital Problem

সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে সরকারের বিবাহ ও পরিবার অধিদপ্তরে নিকট লেখা চিঠি গুলো যদি এ রকম হয় তাহলে ক্যামন হবে?

V 1.0

বরাবর,

টেকনিক্যাল সাপোর্ট টিম বিবাহ ও পরিবার অধিদপ্তর বিষয় : ওয়াইফ ১.০আন-ইনস্টল প্রসঙ্গে। জনাব

,

আমি গভীর বিপদে পড়ে আপনাদের শরণাপন্ন হয়েছি। অতিসম্প্রতি আমি আমারগার্লফ্রেন্ড ৭.০কে ওয়াইফ ১.০’-এ আপগ্রেড করেছি। আর এর পর থেকেই আমার জীবনের সবকিছু এলোমেলো হয়ে গেছে। নতুন এ প্রোগ্রামটি অযথা ঝগড়া সৃষ্টিতে তত্পর ও প্রচুর স্পেস নিচ্ছে। কিন্তু প্রোডাক্ট ম্যানুয়ালে তো এসবের উল্লেখ ছিল না। এ ছাড়াও ওয়াইফ ১.০নিজে নিজে অন্য প্রোগ্রামেও ইনস্টল হয়ে সিস্টেমের অন্য কাজও মনিটর করছে। এ প্রোগ্রামটি ইনস্টলের পর আমার প্রিয় কিছু প্রোগ্রাম আর রান করছে না, যেমন, ‘আড্ডা ২.৫গলফ ৫.০। প্রিয় এই প্রোগ্রামগুলো সিলেক্ট করলেই তা ক্র্যাশ করে। শুক্রবারের খেলা ৬.৩অপারেট করা যাচ্ছে না কিন্তু শপিং ৭.১দিব্যি চালু আছে। এ অবস্থায় আমার পক্ষে ওয়াইফ ১.০প্রোগ্রাম রান করা বেশ কঠিন হয়ে পড়েছে। আমি আন-ইনস্টলের চেষ্টাও করেছিলাম, কিন্তু পারছি না। অতএব, বিনীত আরজ এই যে, আমি আমার আগের গার্লফ্রেন্ড ৭.০প্রোগ্রামে ফিরে যেতে চাই। এ ব্যাপারে সাহায্য কামনা করছি। বিনীত নিবেদক অনিমেষ

বিবাহ ও পরিবার অধিদপ্তর-এর উত্তরঃ

জনাব অনিমেষ আপনি যে সমস্যার কথা বলছেন তা ওয়াইফ ১.০’-এর একটি সাধারণ সমস্যা। অনেক পুরুষই গার্লফ্রেন্ড ৭.০থেকে ওয়াইফ ১.০তে আপগ্রেড করেন এবং ভাবেন এটি একটি ইউটিলিটি ও এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম। কিন্তু ওয়াইফ ১.০একটি অপারেটিং সিস্টেম। আপনি চাইলেই ওয়াইফ ১.০বাদ দিয়ে নতুন কোনো প্রোগ্রাম বা গার্লফ্রেন্ড ৭.০ইনস্টল করতে পারবেন না। ওয়াইফ ১.০বাদ দিয়ে অন্য অপারেটিং সিস্টেমও গার্লফ্রেন্ড ৭.০-এ চালাতে পারবে না। এ ছাড়াও একবারে ওয়াইফ ১.০ইনস্টল করলে তা সম্পূর্ণভাবে আন-ইনস্টল, ডিলিট করা যায় না। দুর্ভাগা কিছু পুরুষ চেষ্টা করেছিলেন ওয়াইফ ১.০কে ওভার রাইট করতে ওগার্লফ্রেন্ড ৮.০বা ওয়াইফ ২.০ইনস্টল করতে। কিন্তু তাঁরা সিস্টেমে আরও সমস্যার সৃষ্টি করছেন মাত্র। আমি নিজেও ওয়াইফ ১.০প্রোগ্রামটি চালাই। আমার পরামর্শ হলো, আপনি এ প্রোগ্রামটিই চালান। যখনই কোনো ভুল বা সমস্যা দেখা দেবে তখনই কিছু কমান্ড যেমন ‘c:\\ আমি ক্ষমা চাচ্ছিপ্রোগ্রামটি রান করবেন। এই প্রোগ্রামটি হয়তো বেশ কিছুবার রান করতে হতে পারে। এতে হতাশ হবেন না। বউ ১.০প্রোগ্রামটির মেইনটেন্যান্সও খুব ব্যয়বহুল। ভালো পারফরম্যান্স পেতে হলে আপনি কিছু বাড়তি সফটওয়্যার কেনার চিন্তা করতে পারেন। যেমন, ‘ফুল ২.০’, ‘চকলেট ৫.০গয়না ১১.৫। আশা করি আমার এ পরামর্শগুলো কাজে লাগবে। ইতি টেকনিক্যাল সাপোর্ট টিম বিবাহ ও পরিবার অধিদপ্তর

V 2.0

বরাবর,

টেকনিক্যাল সাপোর্ট টিম বিবাহ ও পরিবার অধিদপ্তর বিষয় : হাজব্যান্ড ১.০সংক্রান্ত সমস্যা প্রসঙ্গে। জনাব

,

গত বছরই আমি প্রেমিক ৫.০থেকে স্বামী ১.০’-এ আপগ্রেডেড হয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে, ভুল হয়েছে। কারণ ফুল, চাইনিজ খাবার ও গয়নার অ্যাপ্লিকেশনগুলো এখন তেমন রান করে না। কিন্তু প্রেমিক ৫.০প্রোগ্রামে যা না চাইতেই রান করত। স্বামী ১.০’-এর পারফরম্যান্সে আমি হতাশ। এ ছাড়াও স্বামী ১.০বেশ কিছু প্রিয় প্রোগ্রামকে ডিজেবলকরে ফেলেছে, যেমন, ‘ভালোবাসা-রোমান্স ৯.৯’, ‘গল্প ৮.০। যেখানে নতুন কিছু অপ্রিয় প্রোগ্রাম ইনস্টল হয়েছে, যেমন, ‘আড্ডা ২.৫খেলা ৩.০। আমি যখনই ঘর পরিষ্কার ২.৬কমান্ড দিই, তখন সিস্টেম পুরোপুরি ক্রাশ করে। আমি স্বামী ১.০নিয়ে বেশ বিপদেই পড়েছি। রোজ রোজ ঝগড়া ৫.৩চালাতে আর ভালো লাগে না। অতএব, আমার সার্বিক পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে অনুগ্রহ করে জানাবেন আমি কী করতে পারি। বিনীত নিবেদক তানজিনা ইমতিয়াজ

বিবাহ ও পরিবার অধিদপ্তর প্রিয় তানজিনা

,

প্রথমেই বলে রাখা ভালো, ‘প্রেমিক ৫.০ছিল একটি বিনোদন প্যাকেজ, কিন্তুস্বামী ১.০হলো পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম। আপনার সমস্যার কথা শুনে আমাদের পরামর্শ হলো, মাঝেমধ্যেই ‘C:\\আমি মনে করেছিলাম তুমি আমাকে ভালোবাসকমান্ডটি রান করবেন এবং সঙ্গে সঙ্গে কান্না ৬.২ইনস্টল করবেন।স্বামী ১.০তখন নিজে থেকেই অনুতপ্ত ৩.৩ভালোবাসা ২.৭রান করবে বলে আশা করা যায়। সাবধানতা: C:\\ কমান্ড ও কান্না ৬.২অতি ব্যবহার থেকে বিরত থাকবেন। এতে হিতে বিপরীত হতে পারে। তখন দেখা যাবে স্বামী ১.০ব্যাকগ্রাউন্ডে কিছু প্রোগ্রাম রান করতে শুরু করেছে; যেমন- চুপ থাকা ২.৫’, মাদক ৬.২। মনে রাখবেন অতিরিক্ত মাদক ৬.২ব্যবহারে সিস্টেমে গোলযোগ দেখা দিতে পারে। সঙ্গে সাইড ইফেক্ট হিসেবে রাতে উচ্চ নাক ডাকা .wav’ ফাইল তৈরি হবে। কখনোশাশুড়ি ১.৫বা আরেকটি প্রেমিক প্রোগ্রাম রান করার চেষ্টা করবেন না। এসব কারণে স্বামী ১.০ব্যাকগ্রাউন্ডে প্রেমিকা ৯.২রান করতে পারে, যা কিনা সিস্টেমে ভয়াবহ ভাইরাস সঞ্চারণ করতে পারে। অপারেট করতে পারলে স্বামী ১.০খুবই চমত্কার একটি প্রোগ্রাম। প্রোগ্রামের সর্বোচ্চ পারফরম্যান্স পেতে মাঝেমধ্যেই আপনি রূপচর্চা ৮.৩’, ‘মিষ্টিকথা ২.৭’, ‘রান্না ৬.৮প্রোগ্রাম ইনস্টল করতে পারেন। আশা করি এতে ভালো ফল পাবেন। ইতি টেকনিক্যাল সাপোর্ট টিম

সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

কনে দেখা হয়ে গেছে

কনে দেখা হয়ে গেছে, নাম তার চন্দনা;

তোমারে মানাবে ভায়া, অতিশয় মন্দ না।

লোকে বলে, খিট্‌খিটে, মেজাজটা নয় মিঠে--

দেবী ভেবে নেই তারে করিলে বা বন্দনা।

কুঁজো হোক, কালো হোক, কালাও না, অন্ধ না।

কহিল মনের খেদে মাঠ সমতল

কহিল মনের খেদে মাঠ সমতল,

হাট ভ'রে দিই আমি কত শষ্য ফল।

পর্বত দাঁড়ায়ে রন কী জানি কী কাজ,

পাষাণের সিংহাসনে তিনি মহারাজ।

বিধাতার অবিচার, কেন উঁচুনিচু

সে কথা বুঝিতে আমি নাহি পারি কিছু।

গিরি কহে, সব হলে সমভূমি-পারা

নামিত কি ঝরনার সুমঙ্গলধারা?

সোনার তরী

গগনে গরজে মেঘ, ঘন বরষা।

কূলে একা বসে আছি, নাহি ভরসা।

রাশি রাশি ভারা ভারা ধান-কাটা হল সারা, ভরা নদী ক্ষুরধারা খরপরশা– কাটিতে কাটিতে ধান এল বরষা॥

একখানি ছোটো খেত, আমি একেলা— চারি দিকে বাঁকা জল করিছে খেলা।

পরপারে দেখি আঁকা তরুছায়ামসী-মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতবেলা— এপারেতে ছোটো খেত, আমি একেলা॥

গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে! দেখে যেন মনে হয়, চিনি উহারে।

ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দু ধারে— দেখে যেন মনে হয় চিনি উহারে॥

ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে? বারেক ভিড়াও তরী কূলেতে এসে।

যেয়ো যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও— শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কূলেতে এসে॥

যত চাও তত লও তরণী-পরে। আর আছে?— আর নাই, দিয়েছি ভরে॥

এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে— এখন আমারে লহো করুণা ক’রে॥

ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি।

শ্রাবণগগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে,

শূন্য নদীর তীরে রহিনু পড়ি—

যাহা ছিল নিয়ে গেল সোনার তরী॥
image

Lorem ipsum dolor sit

Aliquam sit amet urna quis quam ornare pretium. Cras pellentesque interdum nibh non tristique. Pellentesque et velit non urna auctor porttitor.

image

Nunc dignissim accumsan

Vestibulum pretium convallis diam sit amet vestibulum. Etiam non est eget leo luctus bibendum. Integer pretium, odio at scelerisque congue.